November 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 2nd, 2024, 5:18 pm

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে নিউ নেশন’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে নিউ নেশন’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে সিলেট প্রেসক্লাবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে সংবাদ পত্র আলোকবর্তিকা হিসেবে কাজ করে। জাতির দর্পন এ সংবাদ পত্র মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটায়। এ জন্য সংবাদপত্র ও সাংবাদিকদের সৎ ও নিরপেক্ষ হতে হবে। সুস্থ ও সৎ সংবাদিকতা শুধু উন্ন্য়ন ও অগ্রগতি ত্বরান্বিত করে না বরং দেশের উন্নয়নের রোল মডেল হিসেবে কাজ করে। বাংলাদেশের সাংবাদিকতার পথিকৃত তোফাজ্জল হোসেন মানিক মিয়া সংবাদপত্র ও সাংবাদিকদের কল্যাণে কাজ করে গেছেন। তারই উত্তরসুরী হিসেবে নিউ নেশন এখনো কাজ করছেন। তিনি এ ধারা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

নিউ নেশন এর সিলেট ব্যুরো প্রধান এস. এ.শফি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, শাবিপ্রবির রেজিস্ট্রার সৈয়দ সলিম মুহাম্মদ আব্দুল কাদির, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন, সিলেট প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, দৈনিক জৈন্তাবার্তার নির্বাহী সম্পাদক ফয়ছল আলম, দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ,সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের উপদেষ্টা শেলিনা চৌধুরী, সাধারণ সম্পাদক শাকিলা ববি, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী এম এ ওয়াদুদ আল মামুন,
দূর্নীতি মুক্তকরন বাংলাদেশ ফোরামের সাধারন সম্পাদক মকসুদ হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নিউ নেশনের প্রতিনিধি মোঃ মছব্বির আলী, লোকমান আহমদ, সাংবাদিক এম এ ওয়াহিদ চৌধুরী, এম এ হান্নান, জিয়াউর রহমান চৌধুরী জিয়া, জামাল আহমদ, নাদির আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে আরিফুল হক চৌধুরী কেকে কেটে নিউ নেশনের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্ভোধন করেন।