অনলাইন ডেস্ক :
আফগানিস্তানের বিপক্ষে হতাশাজনক ওয়ানডে সিরিজ শেষ করেছে বাংলাদেশ। প্রথমবারের মতো আফগানদের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে টাইগাররা। তবে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে বাংলাদেশ। ওয়ানডের পর এবার আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে সাকিব-লিটনরা। আগামী ১৪ ও ১৬ জুলাই সিলেটে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতোমধ্যে সিলেটে পৌঁছে গেছে বাংলাদেশ দল। বুধবার দুপুর নাগাদ পৌঁছায় দলের সকল খেলোয়াড় এবং কোচিং স্টাফ। বাংলাদেশের পাশাপাশি আফগানিস্তান দলও এখন অবস্থান করছে সিলেটে। টি-টোয়েন্টিতে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে রয়েছে আফগানিস্তান। দুই দলের ৯ বারের দেখায় আফগানদের জয় ৬টিতে এবং বাংলাদেশের ৩টিতে। সবগুলোতেই সহজ জয় পেয়েছে আফগানিস্তান।
অন্যদিকে জয় পেতে ঘাম ঝড়াতে হয়েছে বাংলাদেশকে। বাংলাদেশের বিপক্ষে শেষ দুই ম্যাচে সহজভাবেই যথাক্রমে ৮ এবং ৭ উইকেটে জিতেছে আফগানিস্তান। কিন্তু শেষ পাঁচ লড়াইয়ের মধ্যে দু’টি জয় পায় বাংলাদেশ। অর্থাৎ, আফগানদের বিপক্ষে মোট তিনটি জয়ের মধ্যে দু’টিই সাম্প্রতিক সময়ে পেয়েছে টাইগাররা। সাকিব আল হাসানের নেতৃত্বে এই ফরম্যাটে বাংলাদেশ ধীরে ধীরে উন্নতি করছে। ২-১ ব্যবধানে হারা ওয়ানডে সিরিজে দলকে শেষ দুই ম্যাচে নেতৃত্ব দেন লিটন দাস। শেষ ওয়ানডের জয় আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মত টি-টোয়েন্টি সিরিজ জিততে আত্মবিশ্বাস যোগাবে বলেই আশা করছেন লিটন। ২০২২ সালে সর্বশেষ বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছিলো।
আরও পড়ুন
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি
সাকিব-হেলসসহ যে তারকারা পিএসএলে অবিক্রিত
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন