January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 13th, 2024, 7:24 pm

সিলেটে বাসের সঙ্গে সংঘর্ষে লেগুনার দুই যাত্রী নিহত

সিলেটের বিশ্বনাথে বাসের সঙ্গে সংঘর্ষে লেগুনার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় লেগুনাচালক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের লামাকাজী সাহেবনগর পয়েন্টসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জের শান্তিগঞ্জের পাইকাপন এলাকার বদরুল আলমের ছেলে শিব্বির আহমেদ (৪২) ও কৌসর আলমের ছেলে শাহিন মিয়া (২৮)

আহত লেগুনা চালক নাইম (১৮) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মোল্লারগাঁও কলকলি এলাকার ময়নুল হকের ছেলে।

সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা সম্রাট তালুকদার জানান, সিলেটগামী লেগুনার সঙ্গে সুনামগঞ্জগামী শ্যামলী বাসের মুখামুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে লেগুনার চালকসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকৎসক শিব্বির আহমেদ ও শাহিনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এই ঘটনায় হতাতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

—–ইউএনবি