January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 26th, 2022, 8:38 pm

সিলেটে বাড়ি থেকে ৫ প্রবাসীকে অচেতন অবস্থায় উদ্ধার, ২ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগর উপজেলার একটি বাড়ি থেকে একই পরিবারের পাঁচ যুক্তরাজ্য প্রবাসীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদের মধ্যে দুজনের মৃত্যু হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার তাজপুর বাজারের মঙ্গলচন্ডি রোডের একটি বাসায় এই ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন- রফিকুল ইসলাম (৫০) ও তার ছেলে মাহিকুল ইসলাম (১৬)। আর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন রফিকুল ইসলামের স্ত্রী হোসনে আরা বেগম (৪৫), তার ছেলে সাদিকুল ইসলাম (২৫) ও মেয়ে সামিরা ইসলাম (২০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ জুলাই ওই পাঁচজনের পরিবার যুক্তরাজ্য থেকে দেশে আসেন। ছয় দিন ঢাকায় অবস্থানের পর ১৮ জুলাই তারা তাজপুরের ওই বাসা ভাড়া নেন। মঙ্গলবার সকালে অচেতন অবস্থায় ওই বাসা থেকে তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে বাবা ও ছেলে মারা যান। মা, মেয়ে ও আরেক ছেলে আইসিইউতে আছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন সাংবাদিকদের জানান, খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে তাদের মৃত্যু হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

—-ইউএনবি