জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেটে নদ-নদীর পানি কমলেও আভ্যন্তরীণ সাতটি নদনদীর মধ্যে সুরমা ও কুশিয়ারার চারটি পয়েন্টে বন্যার পানি এখনও বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত চার দিন বৃষ্টিপাত কম থাকায় জেলায় সার্বিক বন্যা পরিস্হিতি কিছুটা উন্নত হয়েছে, তবে পানি উন্নয়ন বোর্ড সিলেটের দেওয়া তথ্য মতে, সিলেটের আভ্যন্তরীণ ৭টি নদ-নদীর ১১ টি পয়েন্টের মধ্যে শুধুমাত্র সুরমা ও কুশিয়ারা নদীর ৪টি পয়েন্টের পানি এখনও বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এরমধ্যে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে ৬২ সেন্টিমটার উপরে রয়েছে,যা আগেরদিন ছিলো ৬৪ সেন্টিমিটার। কুশিয়ারা নদীর পানি আমলশীদ পয়েন্টে ১০০ সেন্টিমটার,যা আগেরদিন ছিলো ১৩০ সেন্টিমটার উপরে।এ নদীর শেওলা পয়েন্টে ২৪ সেন্টিমটার উপরে,যা আগেরদিন ছিলো ৩৮ সে.মি ।কুশিয়ারা নদী ফেঞ্চুগঞ্জ পয়েন্টের পানি বিপৎসীমার ৯৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে,যা আগেরদিন ছিলো ১০১ সে.মি উপরে।
একই নদীর শেরপুর পয়েন্টে ৮.৫৫ মিটারে অবস্হান করছে, যাহা বিপৎসীমার সমান লেভেলে রয়েছে,এটি আগেরদিন ছিলো বিপৎসীমার ০৪ সে.মি উপরে। এছাড়া সুরমা নদী সিলেট পয়েন্টে বিপৎসীমার ৬ সেন্টিমিটার নীচে রয়েছে।
জেলার লোভাছড়া নদী,সারিনদী,জাফলং (ডাউকি নদী),সারি গোয়াইন নদী,ধলাইনদীর পানির সবগুলো পয়েন্টে বিপৎসীমার অনেক নীচ দিয়ে প্রবাহি হচ্ছে।
আরও পড়ুন
ন্যায্য অধিকার দাবীতে বাঘাবাড়ি মিল্কভিটা সমবায় সমিতির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
পাইকগাছার ৪০ টি প্রাতিষ্ঠানিক পুকুর জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
নথিপত্র উদ্ধারের নামে রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের স্বামীর বাড়িতে হয়রানিমূলক সার্চ ওয়ারেন্ট বাস্তবায়ন