জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট মহানগরের সুবিদবাজারে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড’র এটিএম বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বুথে টাকা সরবরাহের কেম্পানি সিকিউরেক্স প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় সিকিউরেক্স কোম্পানীর দুই এটিএম অফিসারকে আসামি করা হয়েছে।
সিকিউরেক্স প্রাইভেট কোম্পানী লিমিটেড এর সিলেট জোনের এটিএম বুথ এর ইনচার্জ সন্দীপন দাস এই মামলা দায়ের করেন।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম)।
আরও পড়ুন
ডিএমপির অফিস আদেশ স্থগিত, আসামি গ্রেফতারে লাগবে না অনুমতি
৫ আগস্ট রাত আড়াইটা পর্যন্ত সংসদ ভবনে ছিলেন শিরীন শারমিনসহ ১২ জন
সাগর-রুনি হত্যা মামলার নথি আগুনে পুড়ে গেছে