January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 23rd, 2022, 5:05 pm

সিলেটে ব্র্যাকের উদ্দ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিকরন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, সিলেট :
প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিকরন বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা ২৩ আগষ্ট মঙ্গলবার দুপুরে নগরীর টিলাগড়স্থ ইউসেফ ট্রেনিং ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়।
ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রাইড প্রকল্প কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিক’র ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ,১৯,২০ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নাজনীন আক্তার কণা,প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, সিলেট এর প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়,সদর উপজেলা সমবায় অফিসার মনির হোসেন,
উপজেলা সমবায় অফিসার, সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো. কামরুজ্জামান।
আলোচনা সভায় সমাপনি বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়ক
অনিক আহাম্মেদ অপু।
সভায় ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি এর প্রাইড প্রকল্পের লিড দেবাংশু কুমার ঘোষ সহ অন্যান্য বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের কর্মকর্তাসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।