সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভারী বৃষ্টিপাতে টিলা ধসে একই পরিারের চারজনের মৃত্যু হয়েছে। সোমবার ভোররাত ৪টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের সাতজনিন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই গ্রামের বাসিন্দা আব্দুল করিমের ছেলে জাবেদ আহমদ (৩৫,) তার স্ত্রী সুমী বেগম (৩০), ভাতিজা সাফি আহমদ (৫) ও ভাবী শামীমারা বেগম (৪৮)।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ বলেন, রাতভর ভারী বৃষ্টিপাতে টিলা ধসে ঘরের ওপর পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় শিশুসহ ওই পরিবারের চারজন নিহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করেন।
এছাড়া এ ঘটনায় পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
—ইউএনবি
আরও পড়ুন
৫ আগস্ট রাত আড়াইটা পর্যন্ত সংসদ ভবনে ছিলেন শিরীন শারমিনসহ ১২ জন
শিশু সোয়াইবের শরীরজুড়ে ছ্যাঁকা, হাতের নখ উপড়িয়ে করানো হতো ভিক্ষা
কমলগঞ্জে ভুট্টার বাম্পার ফলন সম্ভাবনা