সিলেটে অভিনেত্রী ও মডেল সুমাইয়া আক্তার মৌসহ দু’জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুই বোতল ফেনসিডিল জব্দের দাবি করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের সালুটিকর বহরঘাটা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক সুমাইয়া আক্তার মৌ সিলেটের দক্ষিণ সুরমার স্বর্ণশিখা আবাসিক এলাকার শাহেদ মিয়ার মেয়ে। তিনি অভিনেত্রী ও মডেল হিসেবে পরিচিত। অপর আটক ব্যক্তি সোহেল আহমদ জেলার জালালাবাদের নাজিরেরগাঁওয়ের আবদুস শুকুরের ছেলে।
গোয়াইনঘাট থানার সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. শফিকুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বহরঘাটা এলাকা থেকে সুমাইয়া আক্তার মৌ ও সোহেলকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
—ইউএনবি
আরও পড়ুন
সাগর-রুনি হত্যা মামলার নথি আগুনে পুড়ে গেছে
কর্মস্থলে ‘তুই-তুমি’ সম্বোধন বন্ধের সুপারিশ কমিশনের
কুমিল্লায় ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদল-এনসিপির যৌথ মিছিল