Saturday, October 2nd, 2021, 8:11 pm

সিলেটে মহাসড়কে অটোরিকশা চলাচলবন্ধসহ ৮ দফা দাবীতে বাস মালিক-শ্রমিক গ্রুপের মানববন্ধন

জেলা প্রতিনিধি, সিলেট:

ঢাকা-সিলেট মহাসড়কে অটোরিকশা সিএনজি থ্রিহুইলার চলাচল বন্ধ করাসহ ৮ দফা দাবীতে সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস মিনিবাস মালিক, শ্রমিক ও সিলেট-জগন্নাথপুর-বিশ্বনাথ-রামপাশা বাস মিনিবাস মালিক, শ্রমিক গ্রুপের যৌথ উদ্যোগে ২ অক্টোবর শনিবার বেলা ১১টায় দক্ষিণ সুরমার চন্ডীপুলে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন হয়।
মানববন্ধনপূর্ব সমাবেশে বক্তারা বলেন, অটোরিক্সা (সিএনজি)’র গ্রীল সংযোজন, চালকের আসন মোটরযান আইন অনুযায়ী সংযোজন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে হাইওয়ে রোডে চলাচলকারী অটোরিক্সা বন্ধসহ ৩ জনের অধিক যাত্রী বহন না করা ও রেজিস্ট্রেশন বিহীন অটোরিক্সা সিলেট জেলায় চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। বর্তমান সরকার সড়ক দুর্ঘটনারোধে মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল অবৈধ ঘোষণা করেছে, তারপর ও একশ্রেণির অসাধু চক্রের ইন্ধনে এসব পরিবহন চলাচল অব্যাহত রয়েছে। যার কারণে নিয়মিত সড়ক দুর্ঘটনা ঘটে। বক্তারা বলেন, দেশের বৃহত্তর স্বার্থে মহাসড়কে অটোরিকশা সিএনজি চলাচল বন্ধ এখন সময়ের দাবি। বাস মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের ৮ দফা দাবী বাস্তবায়ন না হলে আগামীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে নেতৃবৃন্দ হুশিয়ারি উ”চারণ করেন।
সিলেট-জগন্নাথপুর-সুনামগঞ্জ, সিলেট-বিশ্বনাথ-রামপাশা বাস মালিক গ্রুপের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সুহেল আহমদ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি শাহ নুরুর রহমান, সহ সভাপতি সৈয়দ মৌরশ আলী, মোক্তার আহমদ, জগন্নাথপুর বাস মালিক সমিতি (সোহাগ)’র সভাপতি রুহুল আমীন, সহ সভাপতি আব্দুল মালেক তালুকদার,জেলা মালিক সমিতির সহ সভাপতি হেলাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সহ সম্পাদক মাহবুব উদ্দিন মবু, অর্থ সম্পাদক মোঃ জোয়াহির মিয়া, দপ্তর সম্পাদক আব্দুর রকিব, সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি মোঃ বাবরু মিয়া, সিলেট-জগন্নাথপুর-সুনামগঞ্জ, সিলেট-বিশ্বনাথ-রামপাশা বাস শ্রমিক সমিতির সভাপতি মোঃ ফজর আলী, সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, সাবেক সহ সভাপতি ইরন মিয়া।
সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস মালিক সমিতির ম্যানেজার জাহাঙ্গীর খান ও সিলেট-জগন্নাথপুর-সুনামগঞ্জ, সিলেট-বিশ্বনাথ-রামপাশা বাস মালিক সমিতির ম্যানেজার নজরুল ইসলাম মনির এর যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা মালিক সমিতির সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সেক্রেটারী আব্দুল কাইয়ূম, সদস্য পানসুর আলী,সিলেট – জগন্নাথপুর বাস মালিক সমিতির সেক্রেটারী শাহীন আহমদ, জগন্নাথপুর বাস মালিক সমিতি ( সোহাগ) সদস্য হাজী ফারুক মিয়া প্রমুখ।