জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট নগরীর বাগবাড়িতে দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বাগবাড়ি এলাকার নবাব রোডে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত যুবকের নাম হৃদয় (২৫)। তিনি বাগবাড়ির শহিদ মিয়ার ছেলে। তাদের পরিবার বাগবাড়ি নরসিংটিলায় শিশু মিয়ার বাসায় ভাড়া থাকে।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আবুল খায়ের জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও মোটরসাইকেল দুটিকে জব্দ করা হয়েছে এবং নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, নিহত যুবকের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মাইক্রোবাসের চালককে আটকের জন্য অভিযান চলছে।
আরও পড়ুন
টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়ে ১৭ কিশোর পেল বাইসাইকেল
দেশে এই মুহুর্তে দরকার বিচার ও সংস্কার: নাহিদ ইসলাম
এসআই পরিচয়ে থানায় তরুণী, কনস্টেবলকে ভুলে ‘স্যার’ ডেকে ধরা