January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 16th, 2022, 8:57 pm

সিলেটে মাইক্রোবাস খাদে পড়ে ২ জনের মৃত্যু

সিলেটের ওসমানীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একটি মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হয়েছেন। রবিবার ভোর ৫টায় সিলেট-ঢাকা মহাসড়কের ১৯ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিলেটের মোল্লারগাঁও এলাকার বাসিন্দা মারজান আহমেদ (৩২) ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার বাসিন্দা সৈয়দ লুৎফুর রহমান (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব।

তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে মাইক্রোবাসে করে সিলেট ফিরছিলেন ব্যাংক কর্মকর্তা সৈয়দ লুৎফুর রহমান। পথিমধ্যে ওসমানীনগরের ১৯ মাইল নামক স্থানে আসলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক ও ব্যাংক কর্মকর্তা মারা যান।

তিনি আরও বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠায়।

—ইউএনবি