January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, March 9th, 2024, 12:21 pm

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজশিক্ষার্থী নিহত

সিলেটের কানাইঘাটে মোটরসাইকেল সংঘর্ষে আখলাক হোসেন নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটায় আহত হয়েছেন আরও ৩ জন।

শুক্রবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চটিগ্রাম জামে মসজিদের পাশে গাজী বোরহান উদ্দিন সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল পুরানফৌদ গ্রামের স্কুল শিক্ষক বদরুল আলম উজ্জ্বলের ছেলে কানাইঘাট সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আখলাক হোসেন (১৮) তার অপর দুই সহপাঠী কামরুল ও ইমন উদ্দিনকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

চটিগ্রাম জামে মসজিদের পাশে পৌঁছা মাত্র অপরদিক থেকে আসা চটিগ্রামের আব্দুল্লাহ’র মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায় এবং মোটরসাইকেল দুটির আরোহী ৪ জনই আহত হন।

তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় কলেজ শিক্ষার্থী আখলাক হোসেন ও আব্দুল্লাহকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে আলখাক হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত আব্দুল্লাহ সেখানে চিকিৎসাধীন।

খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

—-ইউএনবি