January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 8th, 2021, 4:13 am

সিলেটে রেলওয়ে শ্রমিকলীগের বিক্ষোভ সমাবেশ

জেলা প্রতিনিধি, সিলেট :
বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগের কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক রোববার (৭ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ সিলেট শাখার উদ্যোগে সিলেট রেলওয়ে স্টেশনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রেলওয়ে শ্রমিকলীগ সিলেট শাখার সম্পাদক ও সিলেট জেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক মোঃ শহিদুল হকের সভাপতিত্বে এবং রেলওয়ে শ্রমিকলীগ সিলেট শাখার কার্যকরী সদস্য ও মহানগর শ্রমিকলীগের সহ সাংগঠনিক সম্পাদক পরিতোষ ধর পাপ্পুর পরিচালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি সিলেট শাখার সম্পাদক মোঃ আতিকুর রহমান, রেলওয়ে শ্রমিকলীগ সিলেট শাখার সহ সভাপতি সজীব মালাকার,রেলওয়ে গার্ড কাউন্সিল কুলাউড়া শাখার সম্পাদক আব্দুল লতিফ,রেলওয়ে গেইট কিপার ঐক্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম অনিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তাগন রেলওয়েতে চাকুরীরত সকল রানিং কর্মচারীদের আইবাস প্লাস প্লাস সিস্টেমে মাইলেজ জটিলতা নিয়ে সৃষ্ট জটিলতা অবিলম্বে নিরসনে অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন বাতিল, ৩য়, ৪র্থ শ্রেণীর কর্মচারীদের বকেয়া টিএ ডিএ পরিশোধ, বেতন বোনাস পেনশন খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ, পদোন্নতি, ও প্রকল্পের আওতায়ধীন অস্থায়ীভাবে কর্মরতদের নিয়মিত বেতন প্রদান চাকুরী স্থায়ী করন সহ বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরে অনতিবিলম্বে রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সুপারিশকৃত সকল দাবি দ্রুত বাস্তবায়নে রেলওয়ে প্রশাসনের প্রতি আহবান জানান।