September 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 16th, 2025, 1:35 pm

সিলেটে র‌্যাব হেফাজতে আসামীর আত্মহত্যা

সিলেট অফিস  :

সিলেটে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর হেফাজতে থাকা এক আসামি আত্মহত্যা করেছেন। তার গায়ে জড়ানোর জন্য দেওয়া কম্বল ভেন্টিলেশনের সাথে গলায় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি তানভীর চৌধুরী। তিনি নওগাঁ জেলার একটি হত্যা মামলার আসামি। শনিবার (১৩ সেপ্টেম্বর) সিলেটের জৈন্তাপুর থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর হেফাজতে থাকা নওগাঁ জেলার হত্যা মামলার আসামি তানভীর চৌধুরীকে শনিবার (১৩ সেপ্টেম্বর) সিলেটের জৈন্তাপুর থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি র‌্যাবের হেফাজতে থেকে আত্মহত্যা করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তার গায়ে জড়ানোর জন্য দেওয়া কম্বল ভেন্টিলেশনের সাথে গলায় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

তিনি আরও বলেন, রবিবার নিহতের স্বজন, পুলিশ, চিকিৎসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ঝুলন্ত মরদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ময়নাতদন্ত শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এই ঘটনায় গোলাপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।