September 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 11th, 2025, 5:33 pm

সিলেটে শারদীয় দুর্গাপূজা  উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

সিলেট অফিস  :

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

সভায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা দপ্তরের প্রতিনিধি, সিটি কর্পোরেশনের প্রতিনিধি, জেলা ও উপজেলা পর্যায়ের হিন্দু ধর্মীয় সংগঠন ও পূজা উদ্যাপন কমিটির সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাদের গৃহীত সিদ্ধান্ত ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। এর আলোকে তারা বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। নিশ্চিন্তে ও নিরাপদে শারদীয় দুর্গাপূজা উদ্যাপনে তারা প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক দলসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় জেলা প্রশাসক নির্বিঘ্নে পূজা উদযাপনে ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রত্যেক পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, চেকপোস্টের মাধ্যমে সার্বক্ষনিক তল্লাশি কার্যক্রম বজায় রাখা ও দায়িত্বশীল স্বেচ্ছাসেবী নিয়োগের বিষয়ে গুরুত্ব দেন। তিনি বলেন ধর্মীয় সম্প্রীতির দিক থেকে সিলেট অনন্য। এই ধারাবাহিকতা বজায় রেখে সকলের সহযোগিতায় সিলেটে উৎসবমুখর পরিবেশে এবারের দুর্গাপূজা পালিত হবে।

যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সজাগ থাকার পাশাপাশি তিনি সব ধরণের গুজব প্রতিহত করার পরামর্শ দেন। কোন বিষয় সম্পর্কে নিশ্চিত না হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোন মাধ্যমে তা প্রচার করা থেকে বিরত থাকার অনুরোধ জানান। এছাড়া তিনি প্রশাসন, পুলিশ, আইন-শৃঙ্খলা বাহিনী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে মনিটরিং সেল গঠনের মাধ্যমে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস প্রদান করেন।

সভায় আইন-শৃঙ্খলা ও গোয়েন্দা দপ্তরের প্রতিনিধিরা সবগুলো পূজামণ্ডপ গোয়েন্দা নজরদারিতে রাখা হবে বলে জানান। এছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশের মোবাইল টিম দিন-রাত টহল পরিচালনা করবে বলে জানানো হয়। সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উল্লেখ্য দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হবে যা ২৪ ঘণ্টা কার্যকর থাকবে বলে সভায় জানানো হয়।