August 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 24th, 2025, 7:29 pm

সিলেটে শিবির সভাপতি দেশ ও পরিবারের কল্যাণে দায়িত্বশীলদের ভূমিকা রাখতে হবে

সিলেট অফিস :

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ইসলামী আন্দোলনের দাওয়াতের কাজে মেধাবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই উপশাখা দায়িত্বশীলদের ক্লাসে ফার্স্ট হতে হবে। আল্লাহর ইবাদতের মাধ্যমে নিজের নৈতিক মান উন্নত করতে হবে। উজ্জ্বল ক্যারিয়ার গঠন করে পরিবার, দেশ ও রাষ্ট্রের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি শুক্রবার সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরীর উপশাখা প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ এর সভাপতিত্বে ও মহানগর অফিস সম্পাদক মসুদ আলম এর সঞ্চালনায় উক্ত সমাবেশে সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।

বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজ মিফতাহ উদ্দিন আহমদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সভাপতি তারেক মনোয়ার, সাবেক সিলেট মহানগরী সভাপতি মাওলানা মাহমুদুর রহমান দেলাওয়ার ও সিদ্দিক আহমদ, সিলেট জেলা পূর্বের সেক্রেটারী আদিলুর রহমান।