January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 18th, 2022, 5:38 pm

সিলেটে শেখ রাসেল দিবস উদযাপিত

জেলা প্রতিনিধি: সিলেট :
নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটে শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে শেখ রাসেলের জীবনী নিয়ে আলোচনা সভায় অংশ নেন প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এরপর কেন্দ্রীয় ভাবে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের কর্মসূচি শেষ হয়।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্ব ও জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিনহা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিকের ডিসি ও অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদ, স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক মো. মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌসিফ আহমদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।