এস এ শফি, সিলেট প্রতিনিধি :
সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ খোশনূর রুবাইয়াৎ বলেছেন, বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তা সৃষ্টির কোন বিকল্প নাই। তিনি আরো বলেন, ব্যবসা টিকিয়ে রাখার জন্য ব্যবসা উন্নয়নের জন্য কেনার কোন বিকল্প নাই। প্রশিক্ষণ মানুষকে দক্ষ করে। সে ক্ষেত্রে তিনি ব্রাকের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এবং ব্রাককে সার্বিক সহযোগিতায় করার প্রতিশ্রুতি দেন।
তিনি বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ব্র্যাকের আনলকিং ফিনানশিয়াল সল্যুশন ফর ইয়থ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের অবহিতকরন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক আমেনা খাতুনের সভাপতিত্বে ও সেক্টর স্পেশালিষ্ট সোহেল রানা সবুজের উপস্থাপনায় অবহিতকরন সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্প সম্পর্কে আলোচনা করেন জেলা ব্যবস্থাপক মোঃ গোলাম রসুল শিমুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জলিল তালুকদার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল আহাদ,পরিবার পরিকল্পনা অফিসার আবুল মনসুর আসজাদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল,পল্লী উন্নয়ন অফিসার সাবিহা ফাতেহা।
এছাড়া সভায় সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা ব্যবস্থাপক মো: আসলাম হাকিম আরিফ, প্রোগ্রাম অর্গানাইজার আছিয়া খাতুন, এ্যাসোসিয়েট অফিসার মোঃ তোফায়েল আহমেদ এবং কামরুল ইসলাম অনয়।
আরও পড়ুন
জেলেদের চাল আত্মসাত: অভিযোগের তীর ইউপি প্রশাসক ও দুই বিএনপি নেতার বিরুদ্ধে
শ্রীমঙ্গল-কমলগঞ্জের সাংবাদিকদের সম্মানে হাজী সেলিম ফাউন্ডেশন এর ইফতার মাহফিল ও মতবিনিময়
ঈদকে সামনে রেখে সুন্দরবনে বাড়তি নিরাপত্তা, বনজ সম্পদ রক্ষায় কর্মকর্তাদের ছুটি বাতিল