জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক জয়নাল আবেদীনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রশাসক জয়নাল আবেদীন ২৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে পরিষদ প্রাঙ্গণে পৌছলে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শুভেচ্ছা জানান। এ সময় তিনি জেলা পরিষদের সম্মুখস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে তিনি সিলেট জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুভেচ্ছ বিনিময় করেন।
এ সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলার গড়তে এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মিশন ও ভিশন বাস্তবায়ন করতে সকলকে সতত, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের পাড়ুয়া মাঝপাড়া গ্রামের বাসিন্দা ও পশ্চিম ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল বাছিরের পুত্র জয়নাল আবেদীন। সিলেট জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান লুৎফুর রহমান মারা যাওয়ার পর প্যানেল চেয়ারম্যান-১ জয়নাল আবেদীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছিলেন।
উল্লেখ্য, গত বুধবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ‘জেলা পরিষদ আইন ২০০০-এর ধারা ৫ অনুযায়ী, জেলা পরিষদ (সংশোধন) আইন-২০২২ অনুযায়ী (সংশোধিত) দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ প্রথম সভার দিন থেকে ৫ বছর উত্তীর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত হয়েছে।
এ অবস্থায় ‘জেলা পরিষদ আইন ২০০০’-এর ধারা ৮২ অনুযায়ী, সরকার কর্তৃক প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত ওই আইনের ধারা ৭৫-এর ক্ষমতাবলে প্রত্যেক জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য বিদায়ী চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে দায়িত্ব অর্পণ করা হলো।’ এর আগে গত ১৭ই এপ্রিল মেয়াদোত্তীর্ণ হওয়ায় সিলেটসহ দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত করে সরকার। বিজ্ঞপ্তি
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২