September 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 9th, 2025, 8:13 pm

সিলেটে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়:

এস এ শফি, সিলেট :

সিলেটে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময়

অনুষ্ঠিত হয়।

সভায় তিনি সাংবাদিকদের পেশাদারিত্ব, নৈতিকতা ও দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে ভূঁইফোড় সাংবাদিকতা ও তদবির সংস্কৃতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।

মতবিনিময় সভায় ডিসি সারওয়ার আলম বলেন, “আমি ঘুষ খাইনি, ঘুষ খাই না এবং ভবিষ্যতেও খাবো না। কারো ব্যক্তিগত স্বার্থে কিংবা কোনো কমিউনিটির নাম ব্যবহার করে যদি আমার কাছে তদবির আসে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। প্রশাসনকে পেশাদারভাবে পরিচালনা করতে হলে এসব অনৈতিক চাপ মোকাবেলা করতে হবে।”

তিনি আরও বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। তবে এই পেশাকে যারা নিজের স্বার্থে অপব্যবহার করছেন, সাংবাদিক নামধারী হয়ে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন—তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ভূঁইফোড় সাংবাদিকদের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতিতে থাকবো।”

সভায় সিলেটে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও নিবন্ধিত অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন এবং জেলা প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সম্পর্ক উন্নয়ন নিয়ে মতামত প্রদান করেন। তারা সংবাদ সংগ্রহে প্রশাসনের সহযোগিতা এবং তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে আরও স্বচ্ছতা ও গঠনমূলক মনোভাব প্রত্যাশা করেন।

জেলা প্রশাসক সাংবাদিকদের এসব প্রস্তাবে সম্মতি জানিয়ে বলেন, প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সুস্থ ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক থাকা জরুরি। “গঠনমূলক সমালোচনা থাকলে আমরা তা অবশ্যই গ্রহণ করবো। তবে অপপ্রচার, বিভ্রান্তি ছড়ানো বা উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ কখনোই কাম্য নয়,”—বলেন তিনি।

সভা শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হন এবং সিলেটের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।

সভায় সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সিমজা সাধারণ সম্পাদক সাদিকুর রহমান  সাকিসহ জেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।