October 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 28th, 2025, 6:22 pm

সিলেটে সীমান্তে বিজিবির অভিযান: ২ কোটি ৩৮ লাখ টাকার  চোরাচালানী মালামাল জব্দ

সিলেট   :

সিলেটের  সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত  রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ কোটির ৩৮ লাখ টাকার ভারতীয় মালমাল, মাদকদ্রব্য ও পশু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বর্ডার গার্ড বাংলাদেশ ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় নোয়াকোট, সংগ্রাম, তামাবিল, বিছনাকান্দি, কালাইরাগ, বাংলাবাজার, প্রতাপপুর, সোনালীচেলা ও উৎমা বিওপি’র টহল দল অভিযান পরিচালনা করে ভারতীয় স্মার্ট ফোন ডিসপ্লে, মদ, মহিষ, গরু, ভেড়া, ছাগল, চিনি, পিয়াজ, জিলেট ব্লেড, অলিভ ওয়েল, জিরা, ফুচকা, অরিও বিস্কুট, সাবান, শ্যাম্পু, বাংলাদেশ হতে পাচারকালে টি-শার্ট, ট্রাউজার ও লেডিস সোয়েটার এবং বাংলাদেশ হতে পাচার হতে যাওয়া শিং মাছ আটক করে।

আটককৃত চোরাচালানী মালামালের মোট মূল্য ধরা হয়েছে ২ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ৬৫০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।