সিলেট :
সিলেটের সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ কোটির ৩৮ লাখ টাকার ভারতীয় মালমাল, মাদকদ্রব্য ও পশু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বর্ডার গার্ড বাংলাদেশ ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় নোয়াকোট, সংগ্রাম, তামাবিল, বিছনাকান্দি, কালাইরাগ, বাংলাবাজার, প্রতাপপুর, সোনালীচেলা ও উৎমা বিওপি’র টহল দল অভিযান পরিচালনা করে ভারতীয় স্মার্ট ফোন ডিসপ্লে, মদ, মহিষ, গরু, ভেড়া, ছাগল, চিনি, পিয়াজ, জিলেট ব্লেড, অলিভ ওয়েল, জিরা, ফুচকা, অরিও বিস্কুট, সাবান, শ্যাম্পু, বাংলাদেশ হতে পাচারকালে টি-শার্ট, ট্রাউজার ও লেডিস সোয়েটার এবং বাংলাদেশ হতে পাচার হতে যাওয়া শিং মাছ আটক করে।
আটককৃত চোরাচালানী মালামালের মোট মূল্য ধরা হয়েছে ২ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ৬৫০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আরও পড়ুন
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার
সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত