September 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 5th, 2025, 2:39 pm

সিলেটে সীমান্তে ১ কোটি ৩৬ লাখ টাকার অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করলো বিজিবি

সিলেট অফিস  :

সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে প্রায় দেড় কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সিলেট সীমান্তের বাংলাবাজার, তামাবিল, উৎমা, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম এবং ডিবিরহাওর এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সদস্যরা এসব পণ্য জব্দ করে।

জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে, শাড়ী, সানগ্লাস, গরু, চকোলেট, পুডিং পাউডার, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াস, চা-পাতা ও চিনি। বাংলাদেশী শিং মাছের চালানও জব্দ করা হয়েছে।জব্দকৃত এসব পণ্যের বাজার মূল্য ১ কোটি ৩৬ লাখ ২৭ হাজার ৫৮০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এসব পণ্যের ব্যাপারে সরকারি বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে। চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।