Tuesday, March 1st, 2022, 8:08 pm

সিলেটে স্বাধীনতার মাস বরণে আনন্দ শোভাযাত্রা

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেটে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে বরণ করা হয়েছে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বাধীনতার মাস বরণ মার্চকে।
মঙ্গলবার (১মার্চ) সকালে স্বাধীনতার মাসকে স্বাগত জানিয়ে সিলেটের জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করা হয়।
আনন্দ শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের করা হয়। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা প্রশাসক মো.মজিবর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আল-আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।
এছাড়াও মুক্তিযোদ্ধা, বিভিন্ন কার্যালয়ের শীর্ষ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।