October 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 25th, 2025, 7:05 pm

সিলেটে ১০ সহস্রাধিক নেতাকর্মী নিয়ে ঐতিহাসিক গণমিছিলে ব্যারিস্টার এম এ সালাম

সিলেট :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সিলেট -৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার এম এ সালাম অন্তত ১০ সহস্রাধিক নেতাকর্মী নিয়ে ৩১ দফার সমর্থনে বিশাল গণসমাবেশ ও গণমিছিল করেছেন। শনিবার বেলা তিনটায় দক্ষিণ সুরমার সিলেট-ঢাকা মহাসড়কের চন্ডিপুল পয়েন্টে ঐতিহাসিক এই গণমিছিলে নেতাকর্মীদের ঢল নামে। সিলেট-৩ আসনের অন্তর্গত দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে ৩১ দফার এই কর্মসূচী সিলেটের ইতিহাসে একটি ঐতিহাসিক গণসমাবেশ ও গণমিছিলে রুপ নেয়।

সরেজমিন গিয়ে দেখা যায়, বেলা ১২ টা থেকেই সিলেট ৩ আসনের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল সহকারে চন্ডিপুল এলাকায় আসেন। তারা এসময় বিভিন্ন কমিউনিটি সেন্টার ও খালি স্থাপনায় অংশ নেন। বেলা ঠিক আড়াইটায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে চন্ডিপুল পয়েন্টে এসে জড়ো হন হাজার হাজার নেতাকর্মী। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কারনে যাতে চন্ডিপুল পয়েন্টে যানজট সৃষ্টি না হয় সে বিষয়টি বিবেচনায় নিয়ে ঐতিহাসিক এই গণসমাবেশের প্রধান অতিথি সিলেট -৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার এম এ সালাম নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, আমাদের নেতা এদেশের মুক্তিকামী জনগণের আশা আকাঙ্কার প্রতীক জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে জনে জনে পৌছে দিতে হবে। এই ৩১ দফা শুধু দলের মধ্যে সীমাবদ্ধ না রেখে সর্বস্তারের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্কার প্রতিফলন ঘটাবে। রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন জনাব তারেক রহমান। এতে থাকবে না কোনো রাজনৈতিক বৈষম্য। এমনকি স্বৈরাচার আওয়ামীলীগ সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতেও ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। ব্যারিস্টার সালাম বলেন, আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে আমাদের নেতা তারেক রহমান সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করবেন। প্রত্যেক পরিবারের নারীদের জন্য একটি কার্ড প্রদান করবেন। এর মধ্যে যে অর্থ সরবরাহ করা হবে তা দিয়ে নারীরা তাদের সন্তানদের শিক্ষা ও চিকিৎসার বিষয়টি নিশ্চিত করবে। কৃষকদের জন্যও একইরকম কৃষি কার্ড প্রদান করা হবে। যার মাধ্যমে তারা সবধরনের সুবিধা ভোগ করবেন।

ব্যারিস্টার সালাম বলেন, নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান । তাই চাঁদাবাজ লুটতরাজকারীদের বিএনপিতে কোনক্রমেই ঠাঁই হবেনা। বিএনপি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা চায়। যে কোনো পরিস্থিতিতে সবাইকে ধৈর্য্য ধরতে হবে। জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে আমরা একটি সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।  দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাবুদ্দিনের সভাপতিত্বে এবং সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদের পরিচালনায় পরিচালনায় গণসমাবেশে সিলেট জেলা বিএনপির সহ সভাপতি হাজী আব্দুন নুর চেয়ারম্যান, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি গোলাম রব্বানী, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদুল করিম নুহেল, সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল লতিফ, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তছলিম আহমদ নেহার, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জিলু, আফজল হোসেন চেয়ারম্যান, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা, বিএনপি নেতা আলহাজ¦ আব্দুল মঈন, সৈয়দ বদরুজ্জামান খিজির, বালাগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফয়জুল হক মেম্বার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ, ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপু, লিটন আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা মিফতাউল কবির মিফতা, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মারুফসহ জেলা, মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, মহিলাদলসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে সংক্ষিপ্ত গণসমাবেশ শেষে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে বিশাল গণমিছিল বের করেন ব্যারিস্টার সালাম। মিছিলটি সিলেট-বঙ্গবীর রোড হয়ে ক্বীনব্রীজের মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলের সম্মুখ ভাগ ছিল ক্বীনব্রীজ মোড়ে আর শেষ ভাগ ছিল চন্ডিপুল পয়েন্টে। এসময় শান্তিপূর্ণভাবে ঐতিহাসিক এই কর্মসূচী সফল করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্যারিস্টার এম এ সালাম।