January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 6th, 2024, 6:45 pm

সিলেটে ১৪টি ট্রাকবোঝাই ভারতীয় চিনি জব্দ

সিলেটের সীমান্ত দিয়ে আসা ১৪টি ট্রাকবোঝাই ভারতীয় চিনির চালান জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুন) ভোর ৬টার দিকে জেলার জালালাবাদ থানাধীন উমাইয়াগাও থেকে এ চালানটি জব্দ করা হয়েছে। এসময় একটি মোটরসাইকেল ও প্রাইভেটকার আটক করা হয়।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) আযবাহার আলী শেখ।

তিনি বলেন, এসএমপি’র অভিযানে ১৪টি ভারতীয় চিনিবোঝাই ট্রাক জব্দ করা হয়। এসব ট্রাকে কত বস্তা চিনি রয়েছে তা গণনা চলছে। এসময় একটা প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পরে বিস্তারিত বলা যাবে।

তিনি আরও বলেন, অভিযানের সময় গাড়ি থেকে নেমে কারবারিরা দৌঁড়ে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের ধরতে অভিযান চলছে।

—–ইউএনবি