October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 6th, 2025, 7:12 pm

সিলেটে ১৫ দিনব্যাপী এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

সিলেট অফিস :

সিলেটে প্রথমবারের মতো শুরু হলো ১৫ দিনব্যাপী এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য বাংলাদেশ মেলা ২০২৫।

সোমবার (৬অক্টোবর) সিলেট নগরীর সুবিদবাজারস্থ খানস প্যালেস কনভেনশন হলে মেলার উদ্বোধনী করেন প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম)।

বাণিজ্য মেলার আয়োজক ও মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো.ইসহাক মিয়ার সভাপতিত্বে জান্নাতুল নাজনীন আশার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা, ভারতের ব্যবসায়ী মিরাজ কাশ্মীর।

মেলায় ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, নেপাল, ইরানসহ দেশি বিদেশি শতাধিক স্টল রয়েছে। ৬ অক্টোবর থেকে শুরু হয়ে ২০ অক্টোবর পর্যন্ত মেলা চলবে। মেলার প্রবেশ টিকেট ২০ টাকা। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম) বলেন, মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের আয়োজনে এটা আমাদের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য একটা মহা সম্ভবনার দোয়ার। সিলেটে প্রথম বারের মতো এই মেলার আয়োজন নিঃসন্দেহে এই অঞ্চলকে অর্থনীতি, ব্যবসা ও পর্যটনের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ।

তিনি বলেন, মেলার মাধ্যমে দেশি-বিদেশি উদ্যোক্তা একই প্লাটফর্মে এসে নিজেদের পণ্যের ও সেবার পরিচিতর সুযোগ পাচ্ছেন। এর ফলে ব্যবসার প্রসার নয় পারস্পারিক সম্পর্ক ও প্রযুক্তি বিনিময় হচ্ছে। এই আয়োজন আমাদের তরুণী উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে এবং দেশের রপ্তানি বাণিজ্যকে বহু দূরে এগিয়ে নিয়ে যাবে। মেলার মাধ্যমে অনেক নারী উদ্যোক্তা বের হবে। সিলেট শহরকে শিল্পায়ন নগরী হিসেবে গড়ে তুলতে সব ধরনের সুযোগ সুবিধার আশ্বাস দেন তিনি।