January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 24th, 2022, 8:37 pm

সিলেটে ২১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে গত দেড় বছরে উদ্ধারকৃত প্রায় ২১ কোটি টাকার বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ধ্বংস করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা ১২ টায় সিলেট- ১৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এ মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয় বলে বিজিবি সূত্রে জানানো হয়।

এদিন দুপুরে মাদকদ্রব্যগুলো ধ্বংসকরন কার্যক্রম উদ্বোধন করেন বিজিবির উপ-মহাপরিচালক ও জিএইচ এম সেলিম হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোশাররফ হোসেন।

ধ্বংসকৃত মাদকদ্রব্যগুলোর মধ্যে রয়েছে, ৬৫ হাজার ৬০১ বোতল ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ, নয় হাজার ৫৬৭ বোতল ফেন্সিডিল, পাঁচ হাজার ৮৬ পিস ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।

বিজিবি কর্মকর্তারা জানান,ধ্বংসকৃত মাদক দ্রব্যের আনুমানিক দাম প্রায় ২০ কোটি ৭৫ লাখ ৬৬ হাজার টাকা।

২০২১ সালের ১ মার্চ থেকে ২০২২ সালের ৪ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা এসব মাদক দ্রব্যগুলো উদ্ধার করা হয়। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধে বিজিবির তৎপরতা আরা বাড়ানো হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তারা।