January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 6th, 2021, 7:33 pm

সিলেটে ২ নেপালি নাগরিক আটক

সিলেট নগরীর আম্বরখানা থেকে শুক্রবার রাত ৮টার দিকে দুই নেপালি নাগরিককে আটকের কথা জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, আটক দু’জন অবৈধভাবে বাংলাদেশে এসেছেন।

আটকরা হলেন- জয়া বাহাদুর কামি (৪৮) ও তার ছেলে শান বাহাদুর (১০)। তারা নেপালের ৪নং ওয়ার্ডের আমচক ভোজপুরের বাসিন্দা।

শনিবার সিলেট মহানগর পুলিশ (এসএমপি) জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে কোতোয়ালী থানার একটি দল আম্বরখানা থেকে নেপালি নাগরিকদেরকে আটক করে।

তাদেরকে জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, কাজের সন্ধানে অজ্ঞাতনামা ভারতীয় নাগরিকের সহায়তায় সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বড়ছড়া সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে গত ৩ নভেম্বর তারা বাংলাদেশে ঢুকে পড়ে। তারা শনিবার সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতের গোয়াহাটিতে যেতে চেয়েছিলেন। এ উদ্দেশ্যেই তারা সিলেটে আসেন।

পুলিশ জানায়, ভারত থেকে বাংলাদেশে ঢুকার সময় জয়া বাহাদুর কামি পায়ে আঘাতপ্রাপ্ত হন। তারা দু’জনই শারীরিকভাবে অসুস্থ। ফলে তাদেরকে পুলিশি প্রহরায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, নেপালি নাগরিকরা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

—ইউএনবি