January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 9th, 2024, 7:20 pm

সিলেটে ৩৮৩ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২

সিলেটের মোগলাবাজার থেকে ৩৮৩ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় ২ জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৯ মে) সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার (৮ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার থানা সংলগ্ন মসজিদের সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে দুজনকে আটক করা হয়। এ সময় একটি ট্রাকসহ ৩৮৩ বস্তা ভারতীয় তৈরি চিনি জব্দ করা হয়। যার মূল্য ২২ লাখ ৯৮ হাজার টাকা।

আটকরা হলেন- মো. মাসুম বিল্লাহ (২৭) ও মো. মামুনুর রহমান (২৮)। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

—–ইউএনবি