সিলেটের ভোলাগঞ্জ পর্যটন কেন্দ্র সাদাপাথরে নজিরবিহীন লুটপাট ঘটনায় গ্রেফতার হওয়া কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির পদ স্থগিত সভাপতি শাহাব উদ্দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
রোববার(১৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করে ৫ দেনের রিমান্ড চাওয়া হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের পরিদর্শক (কোর্ট) মো. জামশেদ আলম।
দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৭ এ সাহাব উদ্দিনকে হাজির করে পুলিশ। আদালতের বিচারক ধ্রুব জ্যোতি পাল তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এ তথ্যটি জানিয়ে মো. জামশেদ আলম বলেন, রিমান্ডের শুনানির তারিখ নির্ধারিত হয়নি। মামলার নথি আদালতে উপস্থাপন করা হয়েছে।
এর আগে, শনিবার রাতে সাহাবুদ্দিনকে গ্রেফতার করে র্যাব। কোম্পানীগঞ্জ থানায় দায়েরকৃত খনি ও খনিজসম্পদ নিয়ন্ত্রণ ও উন্নয়ন আইনে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রাতেই তাকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আলোচিত সাদা পাথর লুট ছাড়াও সাতটি মামলা রয়েছে।
শাহাব উদ্দিন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। সাদা পাথর লুটকাণ্ডে তার নাম আসায় কেন্দ্র থেকে তার দলীয় পদ স্থগিত করা হয়। এরপর দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাথমিক তদন্তে সাদাপাথর লুটেরার তালিকায় সাহাব উদ্দিনের নাম রয়েছে।
শাহাব উদ্দিনকে গ্রেফতারের পর র্যাব-৯ রোববার রাত ২টা ২৯ মিনিটে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায়। এতে বলা হয়, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। এই ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তীতে সাদাপাথর লুটের ঘটনায় দায়ীদের গ্রেফতারে র্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১৩ সেপ্টেম্বর আনুমানিক রাত ১১টা ১৫ মিনিটের দিকে সাহাব উদ্দিনকে কোম্পানীগঞ্জ থানায় খনি ও খনিজসম্পদ নিয়ন্ত্রণ ও উন্নয়ন আইনে করা মামলায় গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, শাহাব উদ্দিন একজন পাথরব্যবসায়ী। ভোলাগঞ্জ পাথর আমদানিকারক সংগঠনেরও নেতৃত্বে রয়েছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তার নেতৃত্বে একটি চক্র সক্রিয় হয় ভোলাগঞ্জে। ৫ আগস্টে ভোলাগঞ্জ মহাসড়ক পাশের রিসোর্ট ও রোপওয়ে বাঙ্কারে হামলার অভিযোগ রয়েছে। এছাড়া, ভোলাগঞ্জ শুল্কস্টেশন এলাকার সরকারি সরকারি জমি দখল, পাথরমহালের জমি ভাড়া দেওয়াসহ নানা অভিযোগ রয়েছে।
৫ আগস্টের বছরপূর্তিতে সাদা পাথর এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাজি শাহাব উদ্দিনের লোকজনেরা তার নামে রীতিমতো দখলযজ্ঞ করে পাথর লুটপাট শুরু করে।
বিএনপি সূত্র জানায়, ১১ আগস্ট রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে শাহাব উদ্দিনের সব পদ স্থগিত করা হয়। বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিনের সকল দলীয় পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
আরও পড়ুন
বর্ণিল আয়োজনে বাবুগঞ্জ ডিগ্রি কলেজের বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতের অনুরোধে মানবিক দিক বিবেচনায় ইলিশ পাঠানো হয়েছে। কারো কোন চাপে নয় : কুড়িগ্রামে মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার
টাঙ্গাইলে যুবলীগ নেতা জনি গ্রেপ্তার