May 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 30th, 2025, 7:47 pm

সিলেট কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অভ্যর্থনা অনুষ্ঠান 

এস এ শফি, সিলেট:  কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট অঞ্চল সিলেট এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন এর যোগদান উপলক্ষে অভ্যর্থনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার দুপুরে সিলেট নগরীর ধোপাদিঘীর পারস্হ কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট অঞ্চল সিলেট এর অতিরিক্ত পরিচালকের সম্মেলন কক্ষে এ অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের সদ্য যোগদানকৃত উপ পরিচালক  কৃষিবিদ মোস্তফা ইকবাল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট অঞ্চল সিলেট এর নবনিযুক্ত অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জের উপপরিচালক কৃষিবিদ মো: আকতারুজ্জামান, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট সিলেট এর অধ্যক্ষ কৃষিবিদ ড. মোছা: কহিনূর বেগম।
এছাড়াও অনুষ্ঠানে সিলেট জেলার অতিরিক্ত উপ-পরিচালকগণ, কৃষি তথ্য সার্ভিস এর কর্মকর্তা ও উপজেলা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নব যোগদানকৃত অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন ও উপ পরিচালক কৃষিবিদ মোস্তফা ইকবাল আজাদকে কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট অঞ্চলের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য, কৃষিবিদ মোস্তফা ইকবাল আজাদ ২৮ এপ্রিল কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেটের উপ পরিচালক পদে এবং ড. মোঃ মোশাররফ হোসেন সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক পদে
 যোগদান করেন।