January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 5th, 2023, 3:10 pm

সিলেট জেলা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেট জেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ’র সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। প্রতিটি স্তরের মানুষকে তিনি গুরুত্ব দিয়ে সবার জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করছেন। মহামারি করোনাভাইরাসের কারণে দেশ যখন অস্থিতিশীল হয়ে পড়েছিল, তখনও শেখ হাসিনা সাহসী ভূমিকা পালন করে গেছেন। শুধু তাই নয়, বন্যাকবলিত মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে প্রতিটি ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। শীতের এই মৌসুমে যাতে দরিদ্র মানুষ শান্তিতে বসবাস করতে পারে, সেজন্য তিনি গুরুত্ব দিয়ে কাজ করছেন।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ মো. মতিউর রহমান, ২ নম্বর ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ মোস্তাক আহমদ পলাশ, ১ নম্বর ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ আমাতুজ জাহুরা রওশন জেবীন, ২ নম্বর ওয়ার্ড সদস্য তামান্না আকতার হেনা, ৩ নম্বর ওয়ার্ড সদস্য সুষমা সুলতানা রুহি, ৪ নম্বর ওয়ার্ড সদস্য হাছিনা বেগম, ৫ নম্বর ওয়ার্ড সদস্য মনিজা বেগম, ১ নম্বর ওয়ার্ড সদস্য মোছাদ্দিক আহমদ, ৩ নম্বর ওয়ার্ড সদস্য নাহিদ হাসান চৌধুরী, ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. নাসির উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. আব্দুল হামিদ, ৬ নম্বর ওয়ার্ড সদস্য গিয়াস উদ্দিন আহমদ, ৭ নম্বর ওয়ার্ড সদস্য ফয়জুল ইসলাম (ফয়ছল), ৮ নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ খছরুল হক, ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. শাহাজাহান, ১০ নম্বর ওয়ার্ড সদস্য সুবাস দাশ, ১১ নম্বর ওয়ার্ড সদস্য আপ্তাব আলী কালা মিয়া, ১৩ নম্বর ওয়ার্ড সদস্য ইফজাল আহমদ চৌধুরী প্রমুখ।