January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 10th, 2023, 2:21 pm

সিলেট জেলা প্রশাসনের কম্বল বিতরণ

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর দরগাহ গেট ও রেলস্টেশন এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ জানুয়ারি) রাত ১১টা থেকে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ৫০০ কম্বল বিতরণ করেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এম কাসেম, নির্বাহী ম্যাজিস্ট্রেটি ও সিনিয়র সহকারী কমিশনার মাহবুবুর রহমান, সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মিঠু দাস জয়, দপ্তর সম্পাদক আব্দুল আহাদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেওয়া কম্বল আমি অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করেছি। আজ (সোমবার) রাতে শাহজালাল মাজার ও রেলস্টেশনে ৫০০ মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অসহায় মানুষ কম্বল পেয়ে অনেক কুশি হয়েছে। সিলেটের সব জায়গায় আমাদের কম্বল বিতরণ অব্যাহত থাকবে।