জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির মূল শক্তি হলো দক্ষ জনশক্তি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো অত্যান্ত দক্ষতার সাথে এদেশের জনশক্তিকে দক্ষ জনসম্পদে পরিণত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দক্ষতা উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশের বিপুল জনগোষ্ঠিকে জনসম্পদে পরিণত করে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভূমিকা অপরিসীম। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন ও ভিশন-৪১ বাস্তবায়নে দেশের বেকার জনগোষ্ঠিকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জনসম্পদে পরিণত করতে সংশ্লিষ্টদের আরো অন্তরিক হওয়ার আহবান জানান।
জেলা প্রশাসক ৩০ নভেম্বর মঙ্গলবার দুপুরে নগরীর আলমপুরস্থ সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী ওয়ালিউল্লা মোল্লা’র সভাপতিত্বে ও ইন্সট্রাক্টর মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, উপজেলা নির্বাহী অফিসার ¯িœগ্ধা তালুকদার, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আজম খান। বক্তব্য রাখেন ইছরাব আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাবুদ্দিন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার তপন কান্তি ঘোষ, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন ইরান, সাধারণ সম্পাদক মোঃ ছয়েফ খান, বিসিক জামে মসজিদের ইমাম মাওলানা ইয়াহইয়া মাহমুদ তালহা, যুব সংগঠক শাহীন আহমদ। সেমিনারে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, পূজা উদযাপন কমিটির সদস্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রতিনিধি, মটর, ইজিবাইক, নির্মাণ শ্রমিক, প্রাণী সম্পদ, আদর্শ খামারী, কৃষি, মৎস্য, আনছার ভিডিভি’র প্রতিনিধি, স্থানীয় কেবল অপারেটর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, টিটিসির সিনিয়র ইন্সট্রাক্টর রেজাউল করিম, মিতা রাণী সিনহা, ইন্সট্রাক্টর দেলোয়ার হোসেন, মোয়াজ্জেম হোসেন, জব রিপ্লেসম্যান্ট অফিসার নিলুফার ইয়াসমিন নিলা উপস্থিত ছিলেন।
সেমিনারে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন টিটিসি’র ইন্সট্রাক্টর মোঃ ওমর ফারুক।
আরও পড়ুন
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের ঝুলন্ত লাশ