January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 24th, 2022, 8:37 pm

সিলেট থেকে দুই স্কুল ছাত্রী নিখোঁজ

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট নগরীর শিবগঞ্জ এলাকা থেকে দুই স্কুল ছাত্রী নিখোঁজের খবর পাওয়া গেছে। নিখোঁজ ছাত্রীরা হলো-শিবগঞ্জ লামাপাড়া এলাকার মোহিনী-৩৫ এর ভাড়াটিয়া মো. আব্দুস সত্তারের মেয়ে মোছা. শাহী শাহনূর (১২) এবং অপরজন সেনপাড়া এলাকার পুষ্পায়ন ৮৪/এ এর ভাড়াটিয়া আখলাক চৌধুরী ও ইয়াছমিন দম্পত্তির মেয়ে মোছা. ছামিনা আক্তার (১৪)।
নিখোঁজ দুইজনই শাহীন স্কুল শিবগঞ্জ শাখার সপ্তম শ্রেণির ছাত্রী।
এ ঘটনায় শনিবার উভয় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে হযরত শাহপরাণ রহ. থানায় সাধারণ ডায়েরি (নং-১১৪৪ এবং ১১৪৫) করা হয়েছে।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, শনিবার নিখোঁজ দুইজন ছাত্রী স্কুল ছুটির পর দুপুর দেড়টার দিকে বাসায় ফেরার কথা থাকলেও তারা বাসায় না যাওয়াতে উভয়ের পরিবারের পক্ষ থেকে স্কুলসহ প্রতিবেশী এবং সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পর তাদের কোনো সন্ধ্যান পাওয়া যায় নি।
নিখোঁজ স্কুল ছাত্রী মোছা. শাহী শাহনূর এবং মোছা. ছামিনা আক্তারের কোনো খোঁজ পেলে মো. আব্দুস সত্তার-০১৭১২-৬৩০৪৮৩ এবং ইয়াছমিন ০১৩০৬৬০৭৩০৫ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।