জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট মহানগরীতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ছাত্রলীগের ধাওয়ায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।
বুধবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর বন্দরবাজার এলাকায় করিম উল্লাহ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শনে দেখা গেছে,বেলা সোয়া ১১টার দিকে হরতাল ও অবরোধের সমর্থনে জামায়াত-বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে করিম উল্লাহ মার্কেটের সামনে আসেন। এসময় তারা পুলিশ ও ছাত্রলীগকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে তাদের ঠেকাতে ছাত্রলীগও একটি মিছিল নিয়ে আসলে উভয়পক্ষের মাঝে চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে।
এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায় নি।
আরও পড়ুন
খুলনায় প্রেস সচিবকে আটকে রেখেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ও এনসিপির নেতা কর্মীরা
খুলনার উন্নয়নে অন্তর্বর্তী সরকারের বিশেষ দৃষ্টি আছে: প্রেস সচিব
কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর সড়কে যানবাহন চলাচল বন্ধ