জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
সিলেট বিভাগের ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ হিসেবে মোহাম্মদ আল আমিন নির্বাচিন হয়েছেন। তিনি শ্রীমঙ্গল উপজেলার হাজী রাশিদ মিয়া মেহেরজান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। গত রোববার সিলেট শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক প্রফেসর গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে বাচাই করে রেজাল্ট ঘোষনা করেন।
জানা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে “গুণী শিক্ষক-২০২৫” নির্বাচন প্রক্রিয়ায় এবছরও সিলেট বিভাগের “শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৫” নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আল আমিন। এর আগে তিনি ২০২৪ সালে সিলেট বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত এবং একই বছরে তিনি গনঅভূত্থানের পর মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালের ডিসেম্ভর মাসে তিনি প্রথম আলো পুরস্কারও পেয়েছিলেন। ২০১৮ ও ২০১৯ সালে তিনি মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
এছাড়াও শিক্ষকদের বড় প্লাটফরম শিক্ষক বাতায়নে তিনি তিনবার সেরা কনটেন্ট নির্মাতা নির্বাচিত হয়েছেন। তিনি ২০১৪ সাল থেকে এটুই র্কতৃক মৌলভীবাজার জেলার জেলা অ্যাম্বাসেডর হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন। মোহাম্মদ আল আমিন (স্বাধীন) শ্রীমঙ্গলের একজন অত্যন্ত পরিচিত মুখ। শুধুমাত্র শ্রীমঙ্গল নয় গোটা একজন তরুন আইসিটি শিক্ষক হিসেবে সারা বাংলাদেশে তার বেশ খ্যাতি রয়েছে। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতেন সমাজের জন্য, দেশের জন্য কিছু করার। মোহাম্মদ আল আমিন ২০১০ সালের জানুয়ারীতে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে। শিক্ষকতার পাশাপাশি লেখাপড়াও চালিয়ে যান।
২০১১ সালে ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন সিলেটের স্বনামধন্য ও প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজ থেকে এবং ২০১৭ সালে তিনি এম.এড ডিগ্রী অর্জন করেন।
আরও পড়ুন
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার
সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত