August 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 23rd, 2025, 1:07 pm

সিলেট বিভাগে করোনায় শনাক্ত ৭, ডেঙ্গুতে আক্রান্ত ২৪

সিলেট অফিস :
সিলেট বিভাগে ধীরে ধীরে বাড়ছে করোনা ও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি বছরে বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭ জন। আর ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৪ জনের।
শুক্রবার(২০ জুন) সকাল ১০টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে কোন করোনা কিংবা ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত না হননি। তবে ইতোপূর্বে আক্রান্ত  ৭ জন করোনা রোগী ও একজন ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্র জানায়, গেল ২৪ ঘন্টায় ৫ জনের নমুনা পরীক্ষা করে কোন কোভিড আক্রান্ত পাওয়া যায়নি। এর আগে ৭৩ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত মিলেছিল ৭ জন। এই ৭ জনের মধ্যে সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
করোনা আক্রান্ত ৭ জনের মধ্যে ৪ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং একজন করে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও আল-হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চলতি বছরে কোভিড আক্রান্ত হয়ে সিলেট বিভাগে কেউ মারা যাননি বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান।
এদিকে, বিভাগীয় স্বাস্থ্য অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরে সিলেট বিভাগে ২৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। এর মধ্যে চলতি মাসের ২০ দিনে আক্রান্ত হয়েছেন ৫ জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন হবিগঞ্জে। জেলাটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯ জন।
এছাড়া সিলেট জেলায় ৭ জন, মৌলভীবাজারে ৬ জন ও সুনামগঞ্জে ২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। আক্রান্তদের বেশিরভাগের ‘ট্রাভেল হিস্ট্রি’ রয়েছে। বেশিরভাগই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছেন বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান।
কোভিডের মতো ডেঙ্গুতেও চলতি বছরে কেউ মারা যাননি বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য অফিস।