December 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 27th, 2025, 7:37 pm

সিলেট বিভাগে শ্রেষ্ঠ কুলাউড়ার সাবেক এসিল্যান্ড জহুরুল

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

সিলেট বিভাগের শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) ও বর্তমানে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। ভূমিসেবায় গুরুত্বপূর্ণ ও ইতিবাচক অবদান রাখার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়। শনিবার সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীর কাছে থেকে আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ এসিল্যান্ডের পুরস্কার গ্রহণ করেন তিনি। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহসহ বিভাগীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, শাহ জহুরুল হোসেন কুলাউড়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে ভূমি সেবা ডিজিটালাইজেশন, ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, অনিয়ম দমন ও স্বচ্ছতা নিশ্চিতকরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। তার এসব কার্যক্রম সিলেট বিভাগের মধ্যে উদাহরণ সৃষ্টি করে।

পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এ স্বীকৃতি আমার একার নয়। এটি ভূমি সেবার সঙ্গে যুক্ত সকল সহকর্মী ও সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতার ফল।