May 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 5th, 2025, 6:40 pm

সিলেট বিভিন্ন দাবিতে আদালত  পাড়ায় দুই ঘন্টার কর্মবিরতি

এস এ শফি, সিলেট: বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীনে পৃঘক সচিবালয় করতঃ অধস্তন আদালত ও ট্রাইব্যালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রধান সহ বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তন গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জৈষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবীতে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সম্মূখে কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন।
সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সম্মূখে এই কর্মবিরতি পালন করা হয়।
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন সিলেট জেলা শাখার সভাপতি মোঃ খাইরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় কর্মবিরতি চলাকালে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন- সংগঠনের সিনিয়র সহ সভাপতি রতি কান্ত দাস, সহ-সভাপতি মোঃ আজাদ মিয়া, উপদেষ্টা মোঃ ছয়েফ আহমদ, সহ সভাপতি দীপংকর পাল, সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম, সহ-সভাপতি কজ্জ্বল কান্তি চক্রবর্ত্তী, শম্পা বর্ধন, আতাউর রহমান, আইন সম্পাদক আবুল হোসেইন, যুগ্ম সম্পাদক মোঃ সোহেল রানা, মোঃ আলমগীর হোসেন চৌধুরী, মিয়া মোঃ রুস্তম, নুরুজ্জামান রিপন, সদস্য মোঃ জাকির হোসেন, রুশনা বেগম, মহিলা সম্পাদক শাহীনা জাহান খান, যুগ্ম সম্পাদক লেলিন পোদ্দার, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, সহ প্রচার সম্পাদক বিরাজ কুমার দাস, সহ সাধারন সম্পাদক নারজেল হোসাইন প্রমূখ।
সভাপতির বক্তব্যে মোঃ খাইরুল ইসলাম বলেন, এই দাবি সমূহ নতুন কিছু নয়। আমরা বছরের পর বছর থেকে সরকারের কাছে আমাদের এসব ন্যায্য দাবি জানিয়ে আসছি, কিন্ত সরকারের সংশ্লিষ্ট মহল এটি আমলে নিচ্ছেন না। তাই আমরা এখন কঠোর কর্মসূচি দিতে বাধ্য হচ্ছি। আমরা সরকার কাছে আমাদের ন্যায্য দাবি সমূহ মেনে নেয়ার জন্য বিনয়ের সহিত অনুরোধ করছি।