সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক দশমিক ১৬ কেজি ওজনের একটি সোনার বারসহ একজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কাস্টমস কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
আটক মইনুল ইসলাম শাকিল সিলেটের জৈন্তাপুর উপজেলার বাসিন্দা।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমসের ডেপুটি কমিশনার মো. আল আমিন জানান, আজ সকালে মইনুল দুবাই থেকে আসেন। গ্রিন চ্যানেল দিয়ে যাওয়ার সময় তাকে তল্লাশির জন্য থামানো হয়।
তিনি বলেন, ‘আমরা তার ব্যাগে লুকানো সোনার বার পেয়েছি। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।’
—ইউএনবি

আরও পড়ুন
এলপি গ্যাস ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার
জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষায় দায়মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত: আসিফ নজরুল
রাজধানীতে পাইপলাইন লিকেজে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে নগরবাসী