এস এ শফি, সিলেট: বাংলাদেশ মেরিন একাডেমি, সিলেটে গ্রিন শিপ রিসাইক্লিং এবং ওয়েষ্ট ম্যানেজমেন্ট এর ওপর একটি টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বাদাঘাটস্হ বাংলাদেশ মেরিন একাডেমি সিলেট এর কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শাহজালাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজির ভি.সি. ডঃ সরওয়ার উদ্দিন চৌধুরী। সেমিনারে টেকনিক্যাল রিসার্চ পেপার উপস্থাপন করেন বিশিষ্ট শিপ রিসাইকেল বিশেষজ্ঞ মেরিন ইঞ্জি মোঃ মাহবুবুর রহমান । আলোচনায় অংশ নেন, মেরিন একাডেমি, সিলেট এর কমান্ড্যান্ট মেরিন ইঞ্জি মোঃ হুমায়ুন কবির।
সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশ বাংলাদেশে যেহেতু বিশ্বের প্রধান মেরিন শিপ রিসাইকেল দেশ হিসাবে অগ্রগামী ভূমিকা পালন করেছে। স্ট্রোক হোল্ডার মধ্যে এবং এক্সপার্টিসিদের সচেতনতা এবং ২০২৬ সাল থেকে শিপ রিসাইক্লিং এর ইন্ডাস্ট্রিতে প্রযোজ্য হংকং কনভেশন সম্পর্কে আলোচনা করা হয়। শিপ রিসাইক্লিং সংক্রান্ত সকল স্টক হোল্ডার এই শিল্পে জড়িত। এক্সপার্টিস,জনবলকে সচেতন করাই ছিল এই আলোচনার মুল লক্ষ্য।
তাছাড়া ২০২৬ জুন হতে শিপ রিসাইক্লিং সংক্রান্ত আন্তরজাতিক নীতীমালা হং কং কনভেনশন চালু হতে যাচ্ছে, এই আইনের ভবিষ্যত প্রস্তুতির ব্যাপারেও আলোচনা করা হয়।গারবেজ রিসাইক্লিং সম্পর্কে মেরিন একাডেমি সিলেটের কমান্ডেন্ট মেরিন ইন্জিঃ মোঃ হুমায়ুন কবির তার গবেষনা উপস্থাপন করেন।
আরও পড়ুন
সিলেটে যুক্তরাজ্য প্রবাসীর বাসা ও জায়গা দখলের পায়তারা
১৫ বছর পর নিজ এলাকায় ফিরলেন সাবেক ছাত্রদল নেতা শেখ মো: আতিকুর
জয়পুরহাটে ক্ষুদ্র উদ্যোগে প্রক্রিয়াজাত মৎস্যপন্য উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে স্থানীয় প্রশাসনের সমন্বয় সভা