নিজস্ব প্রতিবেদক, সিলেট :
ট্রেনের টিকিট কালোবাজারি রোধে সিলেট রেলস্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে সিলেট জেলা প্রশাসনের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন ধরে সিলেট রেলস্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগ ছিল। সম্প্রতি সিলেট-ঢাকা মহাসড়কে যানবাহন সংকট ও যাত্রীদের দুর্ভোগ বেড়ে যাওয়ায় ট্রেনের টিকিটের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এ সুযোগে টিকিট কালোবাজারির দৌরাত্ম্যও বেড়ে যায়।
“টিকিট যার, ভ্রমণ তার”—এই স্লোগানকে সামনে রেখে র্যাব-৯ টিকিট কালোবাজারি রোধে কার্যকর ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছে বলে জানান তিনি।
অভিযানের প্রথম দিনেই টিকিটে নামের অমিল, নির্ধারিত গন্তব্যের চেয়ে বেশি দূরত্বে ভ্রমণ এবং বিনা টিকিটে যাত্রার অভিযোগে পাহাড়ীকা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেস ট্রেনে অন্তত ২৫ জন যাত্রীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
র্যাব জানায়, এ ধরনের অভিযান চলমান থাকবে এবং কোনোভাবেই টিকিট কালোবাজারিকে প্রশ্রয় দেয়া হবে না।
এদিকে শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের যাত্রীদের টিকিট যাচাইয়ের মধ্য সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারি রোধে যাত্রীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে রাখা বাধ্যতামূলক
কার্যক্রম শুরু হয়েছে।
উল্লেখ্য, সিলেট রেলস্টেশনে টিকিট কালোবাজারির অভিযোগ দীর্ঘদিনের। সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়কে যানজট ও বাসযাত্রীদের দুর্ভোগ বেড়ে যাওয়ায় ট্রেনের টিকিটের চাহিদা হঠাৎ বেড়ে যায়। এতে কালোবাজারিদের দৌরাত্মও বাড়ে। এরই প্রেক্ষিতে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম সম্প্রতি ‘টিকিট যার, ভ্রমণ তার’ স্লোগান বাস্তবায়নে ট্রেনে এনআইডি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কনস্টেবলের
রংপুরের সেতু আছে, রাস্তা নেই
কমলগঞ্জে ভাইয়ের বাড়িতে বোনদের ভূরিভোজের উৎসব ‘নিঙোল চাকৌবা’ পালিত