July 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 1st, 2025, 8:07 pm

সিলেট সাদাপাথর ভ্রমণে স্বল্প খরচে এসি বাস সার্ভিস চালু

সিলেট অফিস :
সিলেট অঞ্চলের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদাপাথর ভ্রমণ এখন আরও সহজ, আরামদায়ক ও সাশ্রয়ী হচ্ছে।

মঙ্গলবার(০১ জুলাই) থেকে চালু হলো সিলেট-সাদাপাথর রুটে এসি বাস সার্ভিস। যেখানে ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ১০০ টাকা। এই সার্ভিসের মাধ্যমে পর্যটকরা স্বল্প খরচে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবহনে সাদাপাথরের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই বাস সার্ভিস চালু করেছেন সিলেট কোম্পানীগঞ্জ, ভোলাগঞ্জ ও গোয়াইনঘাট বাস-মিনিবাস মালিক সমিতি।

প্রতিবন্ধী পর্যটকদের জন্য সম্পূর্ণ ফ্রি যাতায়াত ব্যবস্থা রাখা হয়েছে এবং স্টুডেন্ট আইডি প্রদর্শনের শর্তে শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে জানিয়েছেন উদ্যোক্তারা।

এই বাস সার্ভিসের উদ্যোক্তারা পর্যটকদের জন্য বাসস্ট্যান্ড ও গন্তব্যে বিশ্রামাগার, চেঞ্জিং রুমসহ বিভিন্ন সুবিধার ব্যবস্থা রেখেছেন।

এই উদ্যোগে পর্যটকদের নিরাপদ, আরামদায়ক ও সম্মানজনক যাত্রা নিশ্চিত করতে যাত্রা শুরু করলো এই বাস সার্ভিস। পর্যটনপ্রেমীদের জন্য এই সেবা চালুর মাধ্যমে সাদাপাথর ভ্রমণ আরও জনপ্রিয় হবে বলে আশা করা হচ্ছে। প্রথম দিনেই যাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে এই সেবা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।