জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট সিটি কর্পোরেশনে আগামী ১১ ডিসেম্বর শুরু হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত । নগরীর ২৭টি ওয়ার্ডে এই সময়ে খাওয়ানো হবে ‘এ’ প্লাস ক্যাপসুল।
স্বাস্থ্যবিধি মেনে এ বছর সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের ৫ লাখ ৮১ হাজার ৪৯৩ জনসংখ্যার মধ্যে ৬১ হাজার ৮২৭ জন শিশুকে ২৪৭টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
৮ডিসেম্বর বুধবার সকালে নগর ভবনে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.মো.জাহিদুল ইসলাম এ তথ্য জানান।
জানা যায়, এ বছর ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ৬ হাজার ৩৭৬ জন স্বাভাবিক ও ২০ জন প্রতিবন্ধী শিশুদের ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৫ হাজার ৩৩৮ জন স্বাভাবিক শিশু ও এই বয়সের ৯৩জন প্রতিবন্ধী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী