আল-জামেয়া আইডিয়াল একাডেমি ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার নিশাতুর চৌধুরী বলেন, সিলেট নগরীর জনগণকে শান্তিপূর্ণ পরিবেশে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে দেখা গেছে।
সকাল ৮টার আগেই ভোটাররা নিজ নিজ ভোটকেন্দ্রে পৌঁছাতে শুরু করেন।
ভোটকেন্দ্রটিতে ভোট দিতে আসা শাহা তরণ মিয়া (৬৫) বলেন, ‘অনেক আশা নিয়ে এখানে এসেছি। আমি আশা করি যারা নির্বাচিত হবেন তারা আমাদের জন্য কাজ করবেন।’
সকাল ১১টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
২ লাখ ৫৪ হাজার ৩৬৩ জন পুরুষ ও ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন নারীসহ মোট ৪ লাখ ৮৭ হাজার ৭৪৭ জন ভোট দেবেন।
সকাল থেকেই প্রায় সব ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন দেখা গেছে।
পুলিশ, র্যাব ও গোয়েন্দা দল নগরীতে টহল দিচ্ছে এবং নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বেশ কয়েকটি চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে।
এ বছর সিলেট সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণে ১৯০টি ভোটকেন্দ্রে এক হাজার ৭৪৭টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
কুমিল্লায় ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদল-এনসিপির যৌথ মিছিল
আওয়ামীলীগের ঝটিকা মিছিল করায় প্রশাসনের নিরব ভূমিকার প্রতিবাদ করেছে নাগরিক পার্টি-এনসিপি
জয়পুরহাট পৌরসভার লিজকৃত দোকান সমূহের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন