সিলেট :
সিলেট সীমান্তে চোরাচালান থামছেই না। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র সিলেট ব্যাটালিয়নের অভিযানে গতকাল বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্ন সীমান্ত থেকে কোটি টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতাপপুর, বিছনাকান্দি, ডিবিরহাওর, সোনারহাট, কালাসাদেক ও কালাইরাগ বিওপি কর্তৃক পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গরু, টি-শার্ট, ট্রাউজার, পেঁয়াজ, টমেটো, পান, বিড়ি এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়।
এছাড়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় সিলেট নগরের নাইওরপুল এলাকায় অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কম্বল, স্কিন ব্রাইট ক্রিম ও নিভিয়া বডি লোশন আটক করা হয়। আটককৃত সব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।
এদিকে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ১৯ সেপ্টেম্বর গভীর রাতে জৈন্তাপুর উপজেলার ফুলবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৫টি গরু আটক করা হয়েছে।
এছাড়া ১৮ সেপ্টেম্বর কানাইঘাট উপজেলার সীমান্তে সুরাইঘাটে মালিকবিহীন অবস্থায় ২৪০ কেজি ভারতীয় জিরা জব্দ করে। এ দুই অভিযানে মোট ১২ লাখ ৯০ হাজার টাকার পণ্য জব্দ হয়েছে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক নাজমুল হক বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সীমান্ত এলাকায় এ বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।”
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক মোঃ জুবায়ের আনোয়ার বলেন, “সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুন
ডিমলার বুড়িতিস্তা নদী খনন ঘিরে উত্তেজনা, আনসার ক্যাম্পে হামলা-ভাঙচুর
নাসিরনগর মৎস্য অধিদপ্তরের মাছচাষিদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া: সাপাহার উপজেলা বিএনপির শোক ও স্মৃতিচারণ সভা