April 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 6th, 2024, 9:11 pm

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের ‘গুলিতে’ বাংলাদেশি যুবক নিহত

এস এ শফি, সিলেট : সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে জমির আহমদ নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ১২৮৬-১২৮৭ টিপরাখলা-ঘিলাতৈল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জমির আহমদ (২৫) জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুল মন্নানের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলারের টিপরাখলা-ঘিলাতৈল এলাকার মধ্যবর্তী স্থান দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় খাসিয়াদের গুলিতে আহত হন জমির আহমদ।
স্থানীয়রা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে বলে জানান চিকিৎসকরা।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ‘সংবাদ পেয়ে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মরদেহের সুরতহাল প্রস্তুত করা হচ্ছে। তবে কী কারণে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।