সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মাঝেরগাঁও সীমান্তে ভারতীয় খাসিদের গুলিতে দুই বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুরে সীমান্তের ১২৫৫ নম্বর পিলারের ৮ নম্বর সাব পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মাঝেরগাঁও গ্রামের হেমন্ত দাসের ছেলে সুধাংশু দাস (৪৫) ও তোতা মিয়ার ছেলে মুখলেছুর রহমান (৩০)।
৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী বলেন, সুধাংশু ও মুখলেছ গরুর ঘাস কাটতে সীমান্তে গেলে ভারতীয় খাসি নাগরিকরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে।
তিনি জানান, সুধাংশুর পায়ে ও তোতার হাতে গুলি লেগেছে। পরে সেখান থেকে আহত অবস্থায় তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।
গুলিবিদ্ধ দুজন আশঙ্কামুক্ত বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।
—ইউএনবি
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে বিলুপ্ত পথে খেজুর গাছ ও রস!
প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন
রংপুরে নবানযোগ্য জ্বালানি প্রচারণা অনুষ্ঠিত